১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন যারা

বিনোদন ডেস্ক :

গতকাল শনিবার প্রদান করা হয়েছে ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’। ভারতের বিনোদন জগতে বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ‘দাদাসাহেব ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।

এ বছর বলিউড তারকাদের মধ্যে এ পুরস্কার পেয়েছেন শহিদ কাপুর, রণবীর সিং, আনুশকা শর্মা প্রমুখ। পাশাপাশি টিভি তারকারাও তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কার হাতে তুলেছেন। ‘বেহাদ’ সিরিয়ালে মায়া চরিত্রে অভিনয়ের জন্য সেরা ড্রামা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেনিফার উইনগেট।

নিচে এবারের দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের বিজয়ীদের তালিকা দেয়া হলো:

সেরা অভিনেতা : শহিদ কাপুর

সেরা অভিনেতা (দর্শক পছন্দ) : রণবীর সিং

এন্টারটেইনার অব দি ইয়ার : কার্তিক আরিয়ান

সেরা অভিনেত্রী (সমালোচক) : অদিতি রাও হায়দারি

আজীবন সম্মাননা : সিমি গারেওয়াল

প্রাইড অব ইন্ডিয়ান সিনেমা অ্যাওয়ার্ড : সঞ্জয় দত্ত

প্রডিউসার অব দি ইয়ার : আনুশকা শর্মা

সেরা পরিচালক : অশ্বিনী ইয়ের তিওয়ারি

আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স (পুরুষ) : রাজকুমার রাও, রানা দাগ্গুবতী

আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স (নারী) : তামান্না ভাটিয়া, কৃতি স্যানন

প্রমিসিং ফেস অব দি ইয়ার : আহানা কুমারা

বেস্ট ডিজাইনার অব দি ইয়ার (ফ্যাশন) : সংযুক্তা দত্ত

পারফরম্যান্স অব দি ইয়ার (সামাজিক সচেতনতামূলক) : রানী মুখার্জি

সেরা কৌতুক অভিনেতা : তুষার কাপুর

এন্টারটেইনিং পারফরম্যান্স ইন রিয়েলিটি শো : হিনা খান (বিগ বস)

সেরা অভিনেত্রী (টিভি) : জেনিফার উইনগেট

সেরা অভিনেতা (টিভি) : করন প্যাটেল

সেরা বিচারক (রিয়েলিটি শো): শিল্পা শেঠি

সেরা সঞ্চালক (টক শো) : করন জোহর (কফি উইথ করন)

সেরা গীতিকার : মনোজ মুন্তাসির

সেরা অভিনয় (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) : দিব্য কোশলা কুমার

আইকনিক কন্ট্রিবিউশন (মিউজিক) : হ্যান্স রাজ হ্যান্স

কমিক পারফরমার অব দি ইয়ার : সুমনা চক্রবর্তী

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১:৫৯ অপরাহ্ণ