১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

সিরিয়া সঙ্কটের কোনো সামরিক সমাধান নেই: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার চলমান সঙ্কট নিরসনে সামরিক কোনো সমাধান নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। সুইডেনের দক্ষিণ অংশে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে শনিবার এক অনানুষ্ঠানিক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

গুতেরেস বলেন, ‘আমার মনে হয় আমাদের সবারই বোঝা উচিত যে সিরিয়ায় কোনো সামরিক সমাধান নেই। কেবল রাজনৈতিকভাবে এই সংকটের সমাধান করতে হবে। আর সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আমাদেরকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাবের ধারা অনুসরণ করতে হবে। সিরিয়ার সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে গঠনমূলক ও ইতিবাচক আলোচনার মাধ্যমেই কেবল চলমান মতানৈক্যগুলো দূর করা সম্ভব।’

সিরিয়ার সঙ্কট নিরসনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে একই প্লাটফর্মে আনার জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গত ৭ এপ্রিল দৌমা শহরে সন্দেহজনক রাসায়নিক হামলা চালায় সিরিয়া। এতে বেশ কয়েকজন নিহত হয়। এর জবাবেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা শনিবার (১৪ এপ্রিল) সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সিরিয়ার সময় অনুযায়ী শনিবার ভোর রাতে এই হামলা চালানো হয়। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা জোটের এটি সবচেয়ে বড় হামলা। এদিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স রাসায়নিক অস্ত্রভান্ডার হিসাবে টার্গেট করে সিরিয়ার তিনটি সরকারি স্থাপনায় বোমা হামলা চালায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১২:২৭ অপরাহ্ণ