১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

রাতের ম্যাচে মোস্তাফিজদের প্রতিপক্ষ রাজস্থান

স্পোর্টস ডেস্ক:

গত আইপিএলের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্স। অথচ এবার তারা পয়েন্ট তালিকায় রয়েছে আট দলের মাঝে সপ্তম অবস্থানে। এমন নয় যে খারাপ খেলেছে। তবে শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানদের দলটি। রোববার জয়পুরে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। মুম্বাইয়ের চেয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ উপরে আছে। তবে দলটির পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। এটি দুই দলের জন্যই আইপিএলে নিজেদের অবস্থান শক্ত করার ম্যাচ।

এখন পর্যন্ত চলতি আইপিএলে চারটি ম্যাচ খেলেছে মুম্বাই। জিতেছে মাত্র একটিতে। প্রথম তিন ম্যাচেই হেরেছে মোস্তাফিজের দল। হারলেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ম্যাচগুলোতে। তিনটিতেই মুম্বাই হেরেছিল শেষ ওভারে। দুইটিতে ম্যাচ গড়িয়েছিল শেষ বল পর্যন্ত। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে শেষ ম্যাচে দাপুটে জয়ই পেয়েছে মোস্তাফিজের দল। ২১৩ রানের পাহাড়ে উঠে ৪৬ রানে হারিয়েছে প্রতিপক্ষকে। দল হারলেও প্রথম তিন ম্যাচেই দারুণ বল করে ৫ উইকেট পেয়েছিলেন মোস্তাফিজ। তবে যে ম্যাচে দল জিতেছে সে ম্যাচে তার পারফরম্যান্স খারাপ ছিল। তিনিও চাইবেন রাজস্থানের বিপক্ষে চেনা রূপে ফিরতে।

মুম্বাইয়ের এক জয়ের বিপরীতে এখন পর্যন্ত ৫ ম্যাচে দুই জয় পেয়েছে রাজস্থান। তবে দলটি বলার পারফরম্যান্স করতে পারেনি সেভাবে। তাদের প্রথম জয়টি এসেছিল ডি/এল মেথডে। বেঙালুরুর বিপক্ষে দলটি ২১৭ রানের পাহাড়ে উঠেছিল। জিতেছিল ১৯ রানে। এখন পর্যন্ত রাজস্থানের স্মরণীয় জয় এটিই। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই চাইবে জয়ের ধারা ধরে রাখতে। আর আজিঙ্কা রাহানের রাজস্থান চাইবে দুঃসময়ের ফাড়া কাটাতে। তাই একটি উপভোগ্য ম্যাচের আশা করাই যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১২:২৩ অপরাহ্ণ