১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

রাজধানীতে ৮ টন জাটকা জব্দ,৭ জনের ২ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক:

যাত্রাবাড়ী মাছের আড়তে র‌্যাবের অভিযানে জাটকা এনে বিক্রির প্রস্তুতিকালে সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের দুই বছর করে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযানে প্রায় ৮ টন জাটকা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাবের নির্বাহী মেজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, এই আড়তে বিভিন্ন সময় জাটকা মাছ আসে এবং পরে এখান থেকে খুচরা বিক্রেতার কাছে চলে যায়। এ তথ্যের ভিত্তিতে আমরা আড়তে ঢুকে অভিযান চালাই। অভিযানকালেও বিভিন্ন স্থান থেকে আড়তে জাটকা মাছ ঢুকছিল।

এ সময় সাতজনকে গ্রেপ্তার এবং ৮ টন জাটকা জব্দ করা হয় বলে তিনি জানান।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১২:৩০ অপরাহ্ণ