১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

বাবা হচ্ছেন জেমস বন্ড

বিনোদন ডেস্ক:

‘জেমস বন্ড’ তারকা ড্যানিয়েল ক্রেগ ও অস্কারজয়ী অভিনেত্রী র‌্যাচেল ভাইস এক ছাদের নিচে আছেন আট বছর ধরে। তারও আগে পৃথকভাবে সন্তানের মুখ দেখেছেন তারা। এবার তাদের সংসারে আসছে নতুন অতিথি। ৪৮ বছর বয়সে এসে আবারও মা হচ্ছেন র‌্যাচেল ভাইস। তাই সন্তানসম্ভবা হওয়ার কথা জানিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। এজন্য উচ্ছ্বসিত ড্যানিয়েল ক্রেগ। তবে অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে তা জানেন না তারা।নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘দ্য মমি’ তারকা র‌্যাচেল ভাইস বলেছেন, ‘শিগগিরই আমাদের ঘরে নতুন একজন আসছে। ড্যানিয়েল ও আমি খুব খুশি। তাকে দেখতে আমরা মুখিয়ে আছি। জানি না সে ছেলে নাকি মেয়ে। বলতে পারেন এটা পুরোপুরি রহস্য।’ ২০১১ সালের ২২ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিয়ের বন্ধনে জড়ান এই ব্রিটিশ দম্পতি। র‌্যাচেল ভাইসের আগের সংসারের ছেলে হেনরির বয়স ১১ বছর। পরিচালক ড্যারেন অ্যারোনোফস্কির সঙ্গে বাগদান হয়েছিল তার। কিন্তু পরে তারা আর ঘর বাঁধেননি।

অন্যদিকে ক্রেগের ২৫ বছর বয়সী এক মেয়ে আছে। তার মা অভিনেত্রী ফিওনা লাউডন। ১৯৯২ সালে ক্রেগ ও তিনি বিয়ে করেছিলেন। দুই বছর টিকেছিল ওই সংসার। বিয়েবিচ্ছেদের পর জার্মান অভিনেত্রী হাইকি মাকাচের সঙ্গে সাত বছর প্রেম করেছেন ক্রেগ। ২০০৪ সালে সেই পাট চুকিয়েছেন তিনি। এরপর প্রযোজক সাতসুকি মিচেলের সঙ্গে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেম আর বাগদানও হয়েছিল তার।

সম্প্রতি ‘দ্য মার্সি’ ছবিতে দেখা গেছে র‌্যাচেল ভাইসকে। তিনি এখন নিজের নতুন ছবি ‘ডিসোবেডিয়েন্স’-এর প্রচারণা চালাচ্ছেন। এতে সমকামি চরিত্রে দেখা যাবে তাকে। এটি প্রযোজনাও করেছেন তিনি। এর চিত্রনাট্য তৈরি হয়েছে ব্রিটিশ লেখিকা নাওমি অ্যাল্ডারম্যানের গ্রন্থ অবলম্বনে। আর ড্যানিয়েল ক্রেগ সামনে ‘জেমস বন্ড’ সিরিজের ২৫তম ছবির শুটিং শুরু করবেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১০:৫১ পূর্বাহ্ণ