১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

গুরুদাসপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

গৃহবধূ তৈফুলকে (৩৮) শাসরোধে হত্যার অভিযোগে স্বামী শাহিন (৪৫ কে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটেছে। এঘটনায় নিহত তৈফুলের ভাই জালাল উদ্দিন বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,- তৈফুল পাশর্বতী তাড়াশ উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামের আব্দুর রহিমের সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছে। বিষয়টি জানতে পেরে শাহিন তার স্ত্রী তৈফুলকে বার বার নিষেধ করেন। কিন্তু গৃহবধূ তৈফুল তা মানেনি। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে কৌশলে তৈফুলকে ঘুমের ওষুধ খাওয়ান। পরে শুক্রবার ভোর রাতে ঘুমন্ত স্ত্রীকে মুখে বালিশ চাপাদিয়ে হত্যা করেন। পরে প্রেমিক রহিম তার স্ত্রীকে হত্যা করেছে মর্মে গুজব রটাতে থাকেন। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তৈফুলের লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। এসময় তৈফুলের স্বামী শাহিনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাহিন তার স্ত্রীকে হত্যার কথা স্বিকার করেন।
পারিবারিক সূত্রে জানাগেছে,- প্রায় ২০ বছর আগে মশিন্দাচরপাড়া গ্রামের বাশিন্দা মৃত চান্দু ফকিরের মেয়ে তৈফুলের সাথে একই গ্রামের শাহিনের সাথে বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।প্রেমিক
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন হত্যার দায় স্বীকার করেছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ৫:৪৮ অপরাহ্ণ