১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

লালপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি :

মানসম্মত শিক্ষা ’শেখ হাসিনার দীক্ষা” এই প্রতিবাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মানসন্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষকগণের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২১ এপ্রিল) সকালে উপজেলা মিলাতয়াতনে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইয়াকুব আলী ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ৫:৫২ অপরাহ্ণ