১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

নকল সিনেমা অক্টোবর

বিনোদন ডেস্ক:

বরুণ ধাওয়ান হাজির হয়েছেন নতুন লুকে, অভিনয়ও করেছেন অসাধারণ। সাথে নতুন মুখ বনিতা সাধু। আর মন খারাপের গল্পের মিশেলে ‘অক্টোবর’ তৈরি করেছেন সুজিত সরকার। পাচ্ছে প্রশংসাও। আনন্দবাজার পত্রিকা জানায়, রিলিজের এক সপ্তাহের মধ্যেই প্রথম ধাক্কা খেল ‘অক্টোবর’। মারাঠি পরিচালক হেমল ত্রিবেদী অভিযোগ করেছেন, চুরি করা চিত্রনাট্যে তৈরি হয়েছে ‘অক্টোবর’!

সোশ্যাল মিডিয়ায় হেমল অভিযোগ করেছেন, ২০১৭ সালে সারিকা মেনে পরিচালিত ‘আরতি- দ্য আননোন লাভ স্টোরি’ থেকে চুরি করা হয়েছে ‘অক্টোবর’। হিন্দি সিনেমাটির নির্মাতারা ওই মারাঠি ছবির স্বত্ব কেনেননি। এমনকী সারিকার সঙ্গে যোগাযোগও করেননি। ত্রিবেদী ফেসবুকে লেখেন, ‘সুজিত সরকার শুধু যে প্লট আর স্টোরিলাইন চুরি করেছেন তা-ই নয়, তিনি অন্ধভাবে আসল ছবির মুহূর্তগুলোও অনুকরণ করেছেন।’

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি চাই দর্শক দুটো ছবিই দেখুন। তারপর নিরপেক্ষভাবে মতামত দিন। যখন আমি অক্টোবর দেখলাম চরিত্র বা ইমোশন সব একরকম ছিল। খুব সামান্য কিছু অমিল ছিল।’ ‘অক্টোবর’-এর গল্প ড্যান ও শিউলির। একটা ট্র্যাজে়ডির পর হোটেল ম্যানেজমেন্টের ট্রেনি ড্যানের জীবন বদলে দেয় ব্যাচমেট শিউলি। ‘আরতি- দ্য আননোন লভ স্টোরি’ সানি ও আরতি দম্পতির গল্প। যেখানে একটা দুর্ঘটনার পর আরতির স্মৃতি হারিয়ে যায়।

এদিকে সুজিতের প্রোডাকশন হাউজের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, “আমরা বুঝতে পারছি আমাদের সিনেমার বিরুদ্ধে কিছু কপিরাইট সংক্রান্ত অভিযোগ উঠেছে। আমরা ক্রিয়েটিভ মানুষ। আমাদের কাজ ও টিমের ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে। ‘পিকু’ বা ‘পিঙ্ক’-এর মতো অসাধারণ ছবি তৈরি করেছি আমরা। আমরা ‘আরতি’ নামের কোনো ছবির কথা শুনিনি। তবে ফিল্মমেকারদের ফিলিংসের বিষয়ে আমরা সচেতন। আমরা বিষয়টি দেখছি। ঠিকভাবেই সামলে নেব।”

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ১১:২০ পূর্বাহ্ণ