১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি দুষ্কৃতিকারী। এসময় আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের দুই সদস্য। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে থানার শাহপুর নামক স্থানে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ফুলপুর থানার ওসি এটিএম মাহবুব আলম জানান, কয়েকজন দুষ্কৃতিকারী শাহপুর নামকস্থানে অবস্থান নিয়েছে এমন গোপন খবর পেয়ে সেখানে ভোর সাড়ে সাড়ে ৪টার দিকে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা গুলি করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই ব্যক্তি। এ ঘটনায় ডিবির দুই সদস্য আহত হয়েছেন। মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ১১:০৯ পূর্বাহ্ণ