১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

শাকিবের সঙ্গে সেলফি তোলা হয়নি: মানসী

বিনোদন ডেস্ক:

কলকাতার মডেল-অভিনেত্রী মানসী সেনগুপ্তকে ছোটপর্দার দর্শকরা দেখছেন ‘সাত ভাই চম্পা’র খলনায়িকা শ্বেতাংশির ভূমিকায়। বড়পর্দাতেও তিনি খলনায়িকা। শাকিব খান অভিনীত সেই সিনেমা ‘চালবাজ’ পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে শুক্রবার।

সম্প্রতি বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে সেলফি তুলতে না পারায় আফসোস করেছেন মানসী। স্থানীয় এবেলা ওয়েবসাইটকে জানালেন মানসী, ‘খুব ভালো লেগেছে আমার এই ছবিতে কাজ করে। শাকিব খুব ভালো একজন মানুষ। আর এই ছবিটা আমার কাছে সামহাউ খুব লাকি। এই ছবির পরেই আমি বেশ কিছু ভালো কাজের অফার পেয়েছি। তাই খুবই স্পেশাল আমার কাছে। তাছাড়া আমার দাদার ভূমিকায় অভিনয় করেছে সাগ্নিকদা। আমাকে প্রচুর সাহায্য করেছে।’

তবে মানসীর একটাই আফসোস রয়ে গেছে। শাকিব খানের সঙ্গে এতদিন শুটিং করার পরেও একটা সেলফি তোলা হয়নি। আশা করা যায় খুব তাড়াতাড়ি সেই ইচ্ছে পূরণ হবে মানসীর। ‘চালবাজ’-এ নায়িকার ভূমিকায় রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। এসকে মুভিজের ব্যানারে পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ১০:৩৫ পূর্বাহ্ণ