১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

চেক প্রতারণার মামলায় সোহানা গ্রুপের চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক:

২৮ কোটি টাকার চেক প্রতারণার মামলায় সোহানা গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান পুলিশ।

বৃহস্পতিবার রাতে গুলশান-২ এর ৪৯ নম্বর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে  নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক।

জানা গেছে, তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন আদালতে অন্তত ১০ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। চেক প্রতারণার অভিযোগে দায়ের একটি মামলায় গত ১৪ মার্চ মিজানুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও দুই কোটি টাকা জরিমানা করে আদালত। চট্টগ্রামের পঞ্চম যুগ্ম-মহানগর দায়রা জজ শাহাদাত হোসেন এ রায় দেয়।

গ্রেফতারের জন্য বেশ কিছুদিন ধরেই মিজানুর রহমানকে খুঁজছিল পুলিশ। গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান জানতে পারে পুলিশ। পরে গুলশানের ৪৯ নম্বর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২০, ২০১৮ ১০:৩১ পূর্বাহ্ণ