২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

ইসরায়েলের মতো ভালো বন্ধু আর নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ৭০তম বার্ষিকীতে দেশটির সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তিনি জেরুজালেমে নতুন মার্কিন দূতাবাস খোলার জন্যে উন্মুখ হয়ে আছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প আরও বলেন, দেশটির মতো ভালো বন্ধু যুক্তরাষ্ট্রের আর কোথাও নেই।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আগামী মাসে জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার জন্যে উন্মুখ হয়ে আছি। এর জবাবে বেনিয়ামিন নেতানিয়াহু আরেক টুইট বার্তায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরাও যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু। ইসরায়েলের রাজধানী জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার অপেক্ষায় আছি।

১৯৪৮ সালের ১৪ মে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। হিব্রু কালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার ৭০ বছরে পা দিয়েঝে ইসরায়েল। গত ডিসেম্বরে ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর বিশ্বে বিতর্ক সৃষ্টি হয়। এরপর আগামী মে মাসে জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমে যেতে পারেন। -টাইমস অব ইসরায়েল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৯, ২০১৮ ১:৩২ অপরাহ্ণ