২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৪

সিআইএ প্রধান গোপনে উ. কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের রোষানলে যেসব দেশ পড়েছিল সেগুলোর মধ্যে উত্তর কোরিয়া ছিল অন্যতম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ব্যঙ্গ-বিদ্রুপ থেকে শুরু করে হুমকি-ধমকি এমনকি সামরিক হস্তক্ষেপের কথাও বলেছেন একাধিকবার। সেই ট্রাম্পের সুর এখন বদলেছে। খোদ কিম জং উনের সঙ্গে সরাসরি বৈঠকের ইঙ্গিত দিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, গোপনে উত্তর কোরিয়া সফর করেছেন সিআইএ প্রধান মাইক পম্পেও।

এ খবরও গতকাল টুইট করে জানিয়েছেন ট্রাম্প নিজেই। অবশ্য এ গোপন সফরের উদ্দেশ্য তিনি গোপন করেননি। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক নিশ্চিত করাই ছিল ওই গোপন সফরের মূল এজেন্ডা। খবর বিবিসি। প্রথম ওয়াশিংটন পোস্ট এবং পরবর্তী সময় রয়টার্স এ গোপন সফরের খবর জানায়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম দুটি জানায়, ট্রাম্পের সঙ্গে কিমের সরাসরি সাক্ষাতের বিষয়ে কথা বলতেই সিআইএপ্রধান উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন।

এর আগে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তারা সরাসরি আলোচনা করছেন। ট্রাম্প বলেন, ‘উচ্চপর্যায়ে আলোচনা চলছে। কিমের সঙ্গে বৈঠকের বিষয়ে পাঁচটি স্থানকে বিবেচনা করা হচ্ছে।’ ধারণা করা হচ্ছে, পম্পেও তিন সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে বিমানযোগে পিয়ংইয়ং যান। এর কদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পম্পেওর নাম ঘোষণা করেছিলেন। নাম প্রকাশ না করা কর্মকর্তারা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে এ বছর মে বা জুন নাগাদ সরাসরি যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে- তার প্রস্তুতি হিসেবেই ওই সাক্ষাৎ হয়।

সিআইএ প্রধানের এই পিয়ংইয়ং সফর হলো ২০০০ সালের পর এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ স্তরের যোগাযোগ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৯, ২০১৮ ১:২৭ অপরাহ্ণ