নিজস্ব প্রতিবেদক:
প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটার করতে সেমিনার শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁ হোটেলে এই সেমিনার শুরু হয়। কীভাবে প্রবাসীদের ভোটার করা যায় ও তারা কীভাবে বিদেশে বসেই ভোট দিতে পারেন সেজন্য মতবিনিময় করা হবে সেমিনারে।
সেমিনার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনারবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, কয়েকজন রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন।
জানা যায়, সেমিনার ফলপ্রসু হলে ভোটার তালিকা বিধিমালা-২০১২ এর ১১ ধারা অনুযায়ী প্রবাসী বাংলাদেশিরা ভোটার হবার ও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন।
এর আগের কমিশন বিভিন্ন সময় প্রবাসীদের ভোটার ও ভোট দেয়ার ব্যবস্থার কথা ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি। এর আগে ড. শামসুল হুদা কমিশনের দুই কমিশনার এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে যুক্তরাজ্য সফর করেছিলেন। এর পেছনে কয়েক লাখ টাকা ব্যয়ও হয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি
দৈনিক দেশজনতা/এন এইচ