১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

নারায়ণগঞ্জে দুই জেএমবি সদস্যের ২০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করা বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি`র দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার (১৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল ৭-এর বিচারক মো. আ. হান্নানের আদালত এ রায় ঘোষণা করেন।

এর আগে ১১ এপ্রিল জেএমবি সদস্য সাইফুল ইসলাম ও মফিজুল ইসলামের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৮ এপ্রিল রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন আদালত।

যুক্তি উপস্থানের সময় সাইফুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে যুক্তি তুলে ধরেছিলেন। সাইফুলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, তিনি নিজেই মামলা পরিচালনা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, সোনারগাঁও থানার একটি বিস্ফোরক আইনের মামলায় সাইফুল ইসলাম ও তার সহযোগী মফিজুল ইসলামের বিরুদ্ধে যুক্তিকর্ত উপস্থাপন শেষে আজ আদালত এ রায় দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র‌্যাব সদর দফতরের গোয়েন্দা বিভাগের মেজর আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল জেলার বায়না বাইপাস সড়কে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলিসহ জেএমবি সদস্য সাইফুলকে গ্রেফতার করে।

সাইফুলের দেয়া তথ্যানুসারে, তাকে নিয়ে র‌্যাব সদস্যরা ২০০৭ সালের ১ জানুয়ারি সোনারগাঁওয়ের কোনাবাড়ি এলাকার মফিজুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ দেশে তৈরি হ্যান্ডগ্রেনেড বডি, ৩১ প্যাকেট পাওয়ার জেল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি আ. ছালাম বাদী হয়ে মামলা করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ৪:৩২ অপরাহ্ণ