১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১০

অবশেষে শাফিন আহমেদের নতুন গান

বিনোদন ডেস্ক:
শাফিন আহমেদের ভক্তরা অনেকদিন নতুন কোনও গান পাননি। অবশেষে ভক্তদের অপেক্ষার পালা ফুরাল। বাংলা নববর্ষ উপলক্ষে ভক্তদের নতুন গান উপহার দিলেন তিনি।
গত ১৩ এপ্রিল  সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়। গানটির কথা লিখেছেন বাপ্পী খান। সুর ও সংগীতায়োজনে শাফিন আহমেদ নিজেই।
‘জানি না তুমি কেন যে, রয়েছে দূর অজানায়, বুঝি না তাই একেলা, কি করে রাত্রি পোহায়, পারি না আমি মেনে নিতে, এ আমি কোন অচেনা, খুঁজি না তাই একা বসে রাতের তারার মেলা, ফিরে আয় তুই ফিরে আয় নীল নীল এই জোছনায়’- এমনই কথার নতুন গানটি গেয়েছেন শাফিন।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ৪:২১ অপরাহ্ণ