২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৭

খুলনায় রাষ্ট্রায়ত্ত আট পাটকলে চলছে ২৪ ঘণ্টার ধর্মঘট

খুলনা প্রতিবেদক:
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ব আট জুটমিলে চলছে শ্রমিকদের ২৪ ঘণ্টার ধর্মঘট। আজ বুধবার ভোর ৬টা থেকে মজুরি কমিশন বাস্তবায়ন, সপ্তাহিক বকেয়া মজুরি প্রদান এবং বদলি শ্রমিকদের স্থায়ী করাসহ ১১ দফা দাবিতে শ্রমিকরা এ ধর্মঘট পালন করছেন।
মিলগুলো হচ্ছে- ক্রিসেন্ট জুটমিল, প্লাটিনাম জুবিলি জুটমিল, খালিশপুর জুটমিল, স্টার জুটমিল, ইস্টার্ন জুটমিল, আলিম জুটমিল, কার্পেটিং জুটমিল ও জেজেআই জুট মিল।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে এ ধর্মঘট পালন করছে শ্রমিক-কর্মচারীরা। সকালে শ্রমিকরা প্লাটিনাম কলোনি এলাকায় এক সমাবেশের আয়োজন করে। এসময় অবিলম্বে শ্রমিক কর্মচারীদের বকেয়া মুজরি, বেতন এবং মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানান তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিষদ ঘোষিত কর্মসূচি চলবে বলে জানান শ্রমিক নেতারা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ৪:১৩ অপরাহ্ণ