২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫৭

রাজিবের হাত হারানোর জন্য সড়ক ব্যবস্থাপনা দায়ী নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক:

দুই বাসের চাপায় তিতুমীর কলেজ ছাত্র রাজিব হোসেনের হাত হারনোর জন্য সড়ক ব্যবস্থাপনা দায়ী নয় বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীতে বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রাজিবের হাত হারানোর জন্য সড়ক ব্যবস্থাকে দায়ী করে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে। রাজিবের হাত হারানোর সঙ্গে সড়ক ব্যবস্থার সম্পর্ক কি? এখানে পরিবহন ব্যবস্থা দায়ী থাকতে পারে। এর জন্য চালক, হেলপার ও যাত্রী সবাই দায়ী। যার হাত হারিয়েছে তারওতো ভুল থাকতে পারে।

উল্টো পথে গাড়ি চালানো প্রসঙ্গে কাদের বলেন, সাধারণ মানুষ আইন লঙ্ঘন কম করে। ভিআইপিরা হলেন শিক্ষকের মতো। সাধারণ মানুষ তাদের কাছ থেকে শিখবে। তারা যদি আইন লঙ্ঘন কম করে তাহলে সাধারণ মানুষ আরও সচেতন হবে। দুদক যখন তাদেরকে ধরে তখন ভিআইপিদের হুঁশ আসে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ১২:৫৬ অপরাহ্ণ