১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৯

কারাকর্তৃপক্ষ কোনো উদ্যোগই গ্রহণ করছে না : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে দলের পক্ষ থেকে বারবার গভীর উদ্বেগ প্রকাশ করা হলেও কারাকর্তৃপক্ষ কোনো উদ্যোগই গ্রহণ করছে না।

‘বেগম খালেদা জিয়াকে যথাযথ মর্যাদায় চিকিৎসা দেয়া হচ্ছে’ স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যকে ‘ডাহা মিথ্যাচার’ বলে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি নেতা রিজভী বলেন, সরকারি মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়াকে অর্থপেটিক বেড দেয়াসহ যেসব চিকিৎসার সুপারিশ করেছিল, তা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। কারাগারে বেগম খালেদা জিয়ার কোনো চিকিৎসাই হচ্ছে না। তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত চিকিৎসকদের দ্বারা যেসব চিকিৎসা সেবা নিতেন, সে সুযোগও তাঁকে দেয়া হচ্ছে না। রিজভী বলেন, আমরা মনে করছি- এর পেছনে সরকারি কোনো গভীর চক্রান্ত রয়েছে।

রিজভী জানান, খালেদা জিয়ার চিকিৎসা ও অসুস্থাকে আড়াল করতে সরকার নানা ফন্দি-ফিকির করছে।
বেগম খালেদা জিয়াকে তাঁর নিজস্ব চিকিৎসকদের দিয়ে চিকিৎসা সেবা প্রদান ও রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য আবারও দাবি জানান বিএনপির এই নেতা।

‘প্রধানমন্ত্রীর পরবর্তী টার্গেট তারেক রহমান’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর পরবর্তী টার্গেট বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তো চাইবেন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করতে। তিনি যেমন অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ রেখে জুলুম-নির্যাতন করছেন, চিকিৎসা করতে দিচ্ছেন না, শারীরিক ও মানুষিকভাবে হেনস্তা করছেন। এখন তাঁর পরবর্তী টার্গেট হচ্ছে তারেক রহমান।

বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রীর যে মনের ক্ষোভ, তাঁর যে প্রতিহিংসা, তা চরিতার্থ করার জন্য তিনি (প্রধানমন্ত্রী) রোডম্যাপ করছেন। এতে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন প্রমুখ।

দৈনিক দেশজনতা/ এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ