১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

ভারতে প্রেমিকের সামনেই কিশোরীকে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবাংলায় এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রেমিককে ধরে নিয়ে তার সামনেই কয়েকজন ওই কিশোরীকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের আলিদুয়ার জেলার ভোলারডাবরি সুবর্ণপুর এলাকায়। এ ঘটনায় মঙ্গলবার আলিদুয়ারের মহিলা থানায় অভিযোগ করেছেন মেয়েটির পরিবার। খবর আনন্দবাজারের।

অভিযোগ থেকে জানা যায়, সন্ধ্যার পর প্রেমিককে নিয়ে ঘুরতে যান ওই কিশোরী। এ সময় একদল যুবক তাদের পথরোধ করে ধানক্ষেতে নিয়ে যায়। পরে প্রেমিকের সামনেই তাকে দলবেঁধে ধর্ষণ করে। পরে মেয়েটির সঙ্গে কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় মেয়েটির দাদাকে। ঘটনার পর থেকে মেয়েটির প্রেমিকের খোঁজ মিলছে না। তার বাড়ি শিলিগুড়িতে। পুলিশ খোঁজ করায় ভয়েই প্রেমিক ওই যুবক বাড়ি থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে তার মা।

ধর্ষণের শিকার ওই কিশোরী জানায়, প্রেমিকের সঙ্গে বেরোনোর সময় কয়েকজন যুবক তাদের পথ আটকায়। প্রথমে দশ হাজার টাকা চায় তারা। পরে তাদের সঙ্গে বসে মদ খাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু রাজি না হলে প্রেমিককে ধরে ফেলে ধানক্ষেতে নিয়ে তার সামনেই ধর্ষণ করা হয় তাকে। সুবর্ণপুরের স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় রাতে ধানক্ষেতে মদের আসর বসলেও তাদের কেউ প্রতিবাদ করার সাহস পান না।

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ১২:৫৪ অপরাহ্ণ