১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

রড সিমেন্টের আমদানি শুল্ক ছাড় চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক:

দেশে হঠাৎ করেই বেড়ে গেছে নির্মাণ সামগ্রীর অন্যতম উপকরণ রড সিমেন্টের। আন্তর্জাতিক বাজারেও এসব পণ্যের দাম বেড়ে গেছে। তাই আমদানি শুল্ক ও কর ছাড় না দিলে দাম কমানো কঠিন বলে জানিয়েছে এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন খাতের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় খাতটির সঙ্গে সংশ্লিষ্টরা এসব কথা বলেন।

আলোচনা সভায় বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারাস অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘চাহিদার ৩ কোটি মেট্রিক টন সিমেন্ট দেশেই উৎপাদন হচ্ছে। বিদেশেও রফতানি করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে কাঁচামালের মূল্য বৃদ্ধি ও ব্যাংক সুদের হার বেড়ে যাওয়ার কারণে খাতটি বর্তমানে হুমকির মুখে পড়েছে।’

সংগঠনটির পক্ষে সিমেন্ট উৎপাদন খাতে অগ্রিম আয়কর বাতিল করা, ক্লিংকার আমদানির ওপর শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনা, অন্যান্য সকল মৌলিক কাঁচামালের শুল্কহার ৫ শতাংশ করা, ইনভয়েস মূল্যে শুল্কায়নের ব্যবস্থা নেয়া এবং সরকারে মেগা প্রজেক্ট ব্যবহার হয় বিধায় বাল্ক কেরিয়ারের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।

স্টিল সেক্টরের পক্ষে প্রস্তাবনা তুলে ধরেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ। তিনি বলেন, ‘রডসহ এম এস পণ্য প্রস্তুতকরণ ও সরবরাহ পর্যায়ে ট্যারিফ কমাতে হবে। গর্দা বা মেলটেবল স্ক্র্যাপ হতে প্রস্তুত হওয়া ইনগট বা বিলেট এবং ইনগট বা বিলেট হতে প্রস্তুতকৃত পণ্যের ট্যারিফ মূল্য ৬ হাজার থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব করছি।’

এছাড়াও ফেরাস ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ আমদানির ক্ষেত্রে সিডি ১৫০০ টাকা প্রত্যাহার ও (অগ্রিম আয়কর) এআইটি ৮০০ থেকে ৪০০ টাকায় নির্ধারণ করার প্রস্তাব করা হয় এই সংগঠনটির পক্ষ থেকে।

বাংলাদেশ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবদুল আহাদ বলেন, ‘দেশেই পাথর থাকা সত্ত্বেও পাথর উত্তোলন বন্ধ রয়েছে। আমরা পুনরায় পাথর উত্তোলনের সুযোগ চাই। এছাড়াও অগ্রিম কর প্রত্যাহারের দাবি করছি।

নতুন ভ্যাট আইন অনুযায়ী স্টিল মালিকরা ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধ করছেন বলে জানান সংগঠনের এক নেতা। তিনি এনবিআরের কাছে জমা দেওয়া বাড়তি ওই টাকা ফেরত চান।

এর জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, যৌক্তিক হার করে দিলে রি-ভ্যাটকরার প্রয়োজন নেই। স্টিল সেক্টরের কর নিয়ে আমরা এফবিসিসিআইয়েরসঙ্গে কথা বলবো।

প্রাক বাজেট এ আলোচনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশনওতাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে।

তাদের দাবি, দরপত্রের সময়ে অর্থাৎ যেঅর্থবছরে তারা কোন প্রকল্পের জন্য চুক্তিতে যাবে, সেই অর্থবছরের হারেইযেন; পুরো প্রকল্প চলাকালে তারা ভ্যাট দিতে পারে। অর্থাৎ পরের বছরগুলোতে যেন ভ্যাট বাড়ানো না হয়। প্রকল্পের ব্যয় প্রাক্কলনে কোন কর ধরা থাকে না বলে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানানসংগঠনটির নেতারা।

এর জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সরকারি কনস্ট্রাকশনগুলো খুবই নিম্নমানের হচ্ছে। এগুলো খুব খারাপ হচ্ছে। এ সময় তিনি জানতে চান, ভ্যাট বেশি দেখে কি আপনারা কোয়ালিটি খারাপ করেন?

ইটভাটা মালিক সমিতির পক্ষে বলা হয়, দুই থেকে তিন বছর পর পর তাদের উপর ভ্যাট বাড়ানো হয়। চলতি অর্থবছরে যেন কোনো ধরনের ভ্যাট বাড়ানো না হয়।

এ সময় ইটভাটা মালিক সমিতির উদ্দেশ্যে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আপনারা আধুনিক প্রযুক্তিতে চলে আসেন।’

প্রাক-বাজেট আলোচনায় এনবিআরের এক কর্মকর্তা জানান, ইট-ভাটা মালিক সমিতির কাছে বড় ধরনের বকেয়া ভ্যাট পাওনা রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ১২:১১ অপরাহ্ণ