নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়িত হবে বেঙ্গল থিয়েটারের ‘জলপুত্র’। হরিশংকর জলদাসের একই নামের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন রুমা মোদক, নির্দেশনা দিয়েছেন হাসান রেজাউল।
প্রান্তিক মানুষ হিসেবে জেলেদের দুঃখ-বেদনা, প্রাপ্তি-হাহাকার, আনন্দ-বিলাপ, মৃত্যু আর জেগে ওঠার চালচিত্র ‘জলপুত্র’। এ নাটকে একজন জেলে নারীর সংগ্রামশীল জীবনের ইতিহাসের পাশাপাশি জেলেপুত্রদের অধিকার সচেতন হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সুরভী, সিনথিয়া, প্রিয়ন্তী, রাসেল, হাবিব, রচি, আকাশ, রাজীব, সজিব, উজ্জল, তোফায়েল, রকি, রাশেদুল, প্রতিভা, জিসান, রবিন, শাহিন, জিয়া ও রেজাউল প্রমুখ।
চলতি বছরের ২৯ জানুয়ারি শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ‘জলপুত্র’-এর উদ্বোধনী মঞ্চায়ন হয়। বুধবার হতে যাচ্ছে তৃতীয় মঞ্চায়ন।
দৈনিক দেশজনতা/ এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

