১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

প্রিয়ার চোখের ভাষায় ফের তোলপাড়

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারকে নিশ্চই মনে আছে। চোখের এক টিপ্পনি দিয়েই রাতারাতি তারকা বনে গিয়েছিলেন মলায়লাম এই নায়িকা। আবারও প্রিয়ায় চোখের ইশারায় কাত হয়েছে ভারত। এবার একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। আর এই বিজ্ঞাপনটি মুক্তি পেয়েছে ছয়টি ভাষায়। এরই মধ্যে ইউটিউবে ভিডিওটি ১ লাখের বেশি বার দেখা হয়েছে।
নতুন বিজ্ঞাপনের ভিডিওটিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। সেখানে প্রিয়ার চোখের জাদু অনেকের মন জয় করেছে। সম্প্রতি ‘ওরু আদার লাভ’ নামে একটি দক্ষিণী গানে দেখা যায় প্রিয়া প্রকাশকে। সেখানে আবদুল রউফের সঙ্গে প্রিয়া প্রকাশের অনস্ক্রিন রসায়ন দেখার পর থেকেই ইন্টারনেটে ভাইরাল হয়। এর পরই প্রিয়া প্রকাশকে নিয়ে জোর জল্পনা শুরু হয়। ভারতে তাঁকে মজা করে ডাকা হয় ‘জাতীয় ক্রাশ’।

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ১২:৫৯ অপরাহ্ণ