১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৬

ক্যাটওম্যানে দ্বিতীয়বার সুযোগ চান হ্যালি বেরি

বিনোদন ডেস্ক:

ব্যতিক্রম ছাড়া হলিউডে কৃষ্ণাঙ্গ সুপারহিরো পাওয়া মুশকিল। সম্প্রতি একাধিক রেকর্ড গড়ে শ্বেতাঙ্গদের হারিয়ে দিয়েছে কৃষ্ণাঙ্গ সুপারহিরো ‘ব্ল্যাক প্যান্থার’। আর নিজের ইচ্ছা জানাতে সুযোগটি লুফে নিলেন হ্যালি বেরি। এন্টারটেইনমেন্ট উইকলির বরাতে জানা যায়, ‘ব্ল্যাক প্যান্থার’-এর সাফল্যের কারণে দ্বিতীয়বার ‘ক্যাটওম্যান’-এর পোশাক পরার আশা করছেন হ্যালি বেরি। নায়িকার মতে, দ্বিতীয় সুযোগটি তাকে দেওয়াই যেতে পারে।

২০০৪ সালে মুক্তি পায় হ্যালি বেরি অভিনীত ‘ক্যাট ওম্যান’। সিনেমাতে তার অভিনয় খুবই সমালোচিত হয়। এমনকি নিজেও ‘ভীতিকর’ বলে স্বীকার করেন। সেই সূত্র ধরে পরের বছর সবচেয়ে বাজে অভিনেত্রীর রেজি অ্যাওয়ার্ড জেতেন। সবাইকে অবাক করে দিয়ে পুরস্কারটি গ্রহণও করেন। ‘ব্ল্যাক প্যান্থার’ চরিত্রে অভিনয় করে বর্তমানে দারুণ ফর্মে আছেন চাডউইক বোসম্যান। তিনিই নাকি হ্যালি বেরির মনে আশা জাগিয়েছেন।

‘ক্যাটওম্যান’ চরিত্রে শুধু হ্যালি বেরি নয়— বিভিন্ন সময়ে মিচেল ফাইফা ও অ্যানা হ্যাথাওয়েকে অভিনয় করতে দেখা গেছে। সুপারহিরোইন চরিত্রের জন্য সমালোচিত হলেও হ্যালি বেরির অনেক সিনেমাই দারুণ প্রশংসিত। ‘ইন্ট্রোডিউসিং ডরোথি ড্যানড্রিজ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এমি, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও এনএএসিপি ইমেজ পুরস্কার জেতেন।

এছাড়া ‘মনস্টারস বল’ চলচ্চিত্রের জন্য ২০০১ সালে সেরা অভিনেত্রীর একাডেমি পুরস্কার লাভ করেন ও বাফটা পুরস্কারের জন্য মনোনীত হন। তিনিই প্রথম আফ্রো-আমেরিকান বংশোদ্ভূত অভিনেত্রী যিনি সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। হ্যালি বেরি হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীও।

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ১২:১৫ অপরাহ্ণ