বিনোদন ডেস্ক:
বৈশাখ উপলক্ষ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে ঢালিউড অভিনেত্রী আইরিন সুলতানার মিউজিক ভিডিও ‘সুইটি’। এটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। আইরিনের প্রত্যাশা, গানটি সবার মাঝে মুগ্ধতা ছড়াবে।
লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত বিগ বাজেটের মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন কলকাতার শিব রাম। সুর, সংগীতায়জনের পাশাপাশিও গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী আকাশ সেন। গানের কথা লিখেছেন প্রিয় চট্টপাধ্যায়। ভিডিওর পুরো শ্যুটিং হয়েছে কলকাতার একটি স্টুডিওতে।
‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক আইরিন সুলতানার। এরপর কাজ করেছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’সহ বেশ কয়েকটি ছবিতে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

