১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৪

ইমরান সরকারের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার অভিযোগে মঙ্গলবার রাত ১১টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের কুশপুত্তলিকা দাহ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল শেষে পার্কমোড়ে সংক্ষিপ্ত সমাবেশের পর ইমরানের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় ইমরানের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বিক্ষোভ শেষে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখ। তুষার কিবরিয়া তার বক্তব্যের শুরুতে ইমরান এইচ সরকারকে রংপুরে অবাঞ্চিত ঘোষণা করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ইমরানকে পথ দেখিয়েছে। আর সে এখন জামায়াত নেতাদের সাথে আঁতাত করে অর্থের লোভে প্রধানমন্ত্রী সম্বন্ধে কটুক্তি করছে।

তুষার কিবরিয়া আরও বলেন, ইমরান প্রধানমন্ত্রীর কাছে নমিনেশন চেয়েছিল। তাকে নমিনেশন না দেয়ায় সে আওয়ামী লীগের বিরুদ্ধাচারণে মেতে উঠেছে। সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, এই স্লোগান শুধু মিছিলের নয়, ইমরানকে সামনে পেলে এই স্লোগানকে বাস্তবে পরিণত করা হবে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ৩১, ২০১৭ ১১:২৭ পূর্বাহ্ণ