১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৩১

নারী সাংবাদিককে চুম্বন, নিষিদ্ধ টেনিস খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক:

টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে নারী সাংবাদিককে চুমু খাওয়ার অভিযোগে এক টেনিস খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে ফ্রান্সের টেনিস ফেডারেশন। সোমবার ইউরোস্পোর্টস চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় ইউরোস্পোর্টস সাংবাদিক ম্যালি টমাসকে টেনে ধরে অনবরত চুমু খান টেনিস খেলোয়াড় ম্যাক্সিমি হ্যামো(২১)।

ফেডারেশনের প্রেসিডেন্ট বেরনার্ড গাইডেসেলি ম্যাক্সিমির এ অসদাচরণের জন্য তদন্ত দাবি করলে ফেডারেশন গত মঙ্গলবার এ নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে ফ্রান্সের টেনিস জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ফরাসি ওপেন থেকে বাদ পড়ল এ খেলোয়াড়।

তবে ম্যাক্সিমি এক টুইটার বার্তায় জানিয়েছেন তাঁর এ আচরণের জন্য ম্যালি টমাস যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে তিনি ক্ষমা চাইবেন।

তবে ইউরোস্পোর্টস চ্যানেল গণমাধ্যমকে জানায়, সাক্ষাৎপ্রদানকারী টেনিস খেলোয়াড়ের আচরণ একেবারে অনুচিত পর্যায়ে ছিল, যেটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সূত্র: সিএনএন

প্রকাশ :মে ৩১, ২০১৭ ১১:৩০ পূর্বাহ্ণ