১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:০৭

ফরিদপুরে আ’লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় বাজার ইজারাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে মান্নান নামে একজন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কৃষ্ণপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মান্নান সিকদার উপজেলার রাধানগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী জানান, বাজার ইজারা কেন্দ্র করে কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকির পক্ষের সঙ্গে স্বতন্ত্র এক সাংসদের সমর্থিত আকতারুজ্জামান তিতাসের বিরোধ চলছিল। এ নিয়ে রোববার বিবদমান দুপক্ষের লোকজন সংঘর্ষে ওই বাজারের ২০টি দোকান ও কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়।

এ ঘটনার জেরে সোমবার ভোরে উভয়পক্ষ ফের সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৮ ১০:০৯ পূর্বাহ্ণ