২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৩০

সিরিয়ায় কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি আমেরিকা: হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়ায় আগ্রাসন চালিয়ে একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি আমেরিকা ও তার দুই মিত্র ব্রিটেন ও ফ্রান্স। রোববার রাতে লেবাননের রাজধানী বৈরুতে সমবেত জনতার উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে তিনি এ মন্তব্য করেন।

হাসান নাসরুল্লাহ বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার জনগণ ও সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়ার লক্ষ্যে এ আগ্রাসন চালিয়েছে পাশ্চাত্য। কিন্তু এর ফল হয়েছে উল্টো। আগ্রাসনের ফলে সিরিয়ার সরকার ও জনগণের মনোবল আরো শক্তিশালী ও গতিশীল হয়েছে। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, পক্ষান্তরে সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে থাকা উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে চাঙ্গা করতে যদি এ হামলা হয়ে থাকে তাহলে আমি বলব মার্কিন আগ্রাসনের ফলে জঙ্গিরা হতাশ হয়ে পড়েছে।

হিজবুল্লাহ প্রধান বলেন, সিরিয়ার সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে আরো সাফল্য অর্জন করলে পশ্চিমা শক্তিগুলো এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি করতে পারে। সিরিয়ায় পশ্চিমা শক্তিগুলোর বিমান হামলার কারণ ব্যাখ্যা করে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, আমেরিকান সেনারা ভালো করে জানে সিরিয়ায় স্থল অভিযান পরিচালনা করা অতো সহজ নয়। তাই তারা স্থল হামলার পথে পা বাড়ায়নি।

তিনি বলেন, সিরিয়ার দুমায় কথিত রাসায়নিক হামলার অভিযোগের কোনো ভিত্তি নেই বলেই আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স তড়িঘড়ি করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার তদন্তকারীরা পৌঁছামাত্র এ আগ্রাসন চালানো হয়েছে। কারণ, পাশ্চাত্য জানে, তদন্ত শেষ হলে কোনো প্রমাণ পাওয়া যাবে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৮ ১০:১৭ পূর্বাহ্ণ