২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০৬

ম্যানইউর হারে লিগ-চ্যাম্পিয়ন-ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক:

ওয়েস্টব্রমের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড হারলেই চ্যাম্পিয়ন হবে ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত তাই ফলে গেল। দুর্বল ব্রমের সঙ্গেও পেরে উঠল না ম্যানইউ। ঘরের মাঠে ১-০তে হেরে গেছে দ্য রেড ডেভিলসরা। পড়শিদের হারে ৫ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হল সিটিজেনদের।

এ নিয়ে লিগে টানা ৫ জয়ের পর হারের তেতো স্বাদ পেল ইউনাইটেড। ৩৩ ম্যাচে ২২ জয় ও ৫ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে দলটি। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৭। বাকি ৫ ম্যাচ হারলেও এক হিসাবে চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার শিষ্যরাই। রোববার ওল্ড ট্র্যাফোর্ডে গোটা ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ম্যানইউ। তবে স্বার্থ হাসিল করতে পারেনি দলটি। এদিন নিজেদের ছায়া হয়ে থেকেছেন রোমেলু লুকাকু, আলেক্সিস সানচেজরা। হাতের নাগালে পাওয়া সুযোগগুলোও কাজে লাগাতে পারেননি তারা।

খেলার স্রোতের বিপরীতে গোল দিয়ে বসে ব্রুম। ৭৩ মিনিটে হেডে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন জে রদ্রিগেজ। বাকি সময়ে আর কেউ গোল করতে না পারায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলের তলানির দলটি।

ম্যানইউর হারে চ্যাম্পিয়ন হয়েছেন ম্যানসিটি। এ নিয়ে পঞ্চমবারের মতো লিগ শিরোপা জিতল দলটি। জাদরেল কোচ পেপ গার্দিওলার অধীনে এটিই তাদের প্রথম শিরোপা।

দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৮ ১০:০৪ পূর্বাহ্ণ