১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ

রাজশাহী প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রোববার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় নগরীর ভূবন মোহন পার্কে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বিভাগীয় এ সমাবেশকে কেন্দ্র করে রাজশাহীতে প্রচারপত্র বিলি এবং গণসংযোগ করেছে বিএনপি। সমাবেশে বিপুল সংখ্যক লোক সমাগম নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। সমাবেশ সফল করতে কয়েক দিন ধরেই রাজশাহীতে গণসংযোগ, প্রচারপত্র বিলি ও মিছিল-সমাবেশ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়াম্যান বরকত উল্লাহ বুলু, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ব্যারিস্টার আমিনুল হকসহ স্থানীয় নেতারা। সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আজকের জনসভা সাংগঠনিক শক্তি এবং জনগণের সমর্থনের মধ্য দিয়ে জনস্রোতের ঢেউয়ে পরিণত হবে।

এই নেতা আরও বলেন, আজকের এই সমাবেশের মধ্য দিয়ে সারাদেশের বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ জনগন গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন গড়ে তুলবেন। তিনি বলেন, প্রশাসন আমাদের তেমন সহযোগীতা করেনি। আমরা আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং সমাবেশের সকল প্রকার সহযোগিতা করবেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ১:২৭ অপরাহ্ণ