স্পোর্টস ডেস্ক:
বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসর। এর মাঝেই টুর্নামেন্টটি কয়েকটি শ্বাসরুদ্ধকর উত্তেজনার ম্যাচও উপহার দিয়েছে দর্শকদের। রোববার নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু ও রাজস্থান রয়্যালস। বেঙালুরুর ঘরের মাঠ এম. চিন্নাস্বামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।
আগের দুই ম্যাচে একটি করে জয় ও হারের স্বাদ পেয়েছে দুই দলই। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা রাজস্থান ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে কিছুটা হতাশ থাকতে পারে। নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তারা মাত্র ১২৫ রানে অল আউট হয়ে যায়। ম্যাচটি ৯ উইকেটে জেতে হায়দ্রাবাদ। দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের অপেক্ষাকৃত ভালো ব্যাট করেছিল দলটি। ১৭.৫ ওভারে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হওয়ার আগে ১৫৩ রান করে দলটি। পরে ডি/এল মেথডে ১০ রানে ম্যাচটি জেতে রাজস্থান।
তবে বেঙালুরুর বিপক্ষে আরো ভালো পারফর্মই করতে চাইবে রাজস্থান। কারণ শক্তিশালী এই দলে আছেন ব্রেন্ডন ম্যাককালাম, কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্সের মত হার্ড হিটিং ব্যাটসম্যানরা। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি তো আছেনই। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের সামনে ১৭৭ রানের লক্ষ্য রেখেও ৪ উইকেটে হেরেছিল বেঙালুরু। তবে দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরে আসে দলটি। কিংস ইলেভেন পাঞ্জাবের ১৫৬ রানের লক্ষ্য তাড়া করে জেতে ৪ উইকেটে। সে ম্যাচে দারুণ বল করেছিলেন দলটির পেসার উমেশ যাদব।
দুই দলই চাইবে শেষ ম্যাচে পাওয়া জয়ের ধারা অব্যাহত রাখতে। কিন্তু কোন দল তা পারবে তা জানতে করতে হবে অপেক্ষা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

