১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১২

প্রিয়াংকা-আনুশকাকে অনুসরণ করবেন দীপিকা

বিনোদন ডেস্ক:

বলিপাড়ার বাতাসে এখন একটাই খবর। খুব শীঘ্রই রাম-লীলার বিয়ে। সেসবের প্রস্তুতি নিয়ে বেজায় ব্যস্ত বর-কনে। দিন কতক আগে খবর এল, বিশেষ নক্সার গয়না বানাতে নায়িকা বেঙ্গালুরু ছুঁটে গিয়েছিলেন। স্যালনে সময় নিয়ে নিজের রূপচর্চাও করছেন।

গুঞ্জন বলছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে একদিন বসবে বিয়ে আসর। তাই বছর শেষে হাতে কোন কাজ রাখছেন অভিনেত্রী। তবে হঠাৎই শোনা যাচ্ছে, ওয়েডিং প্ল্যানিংয়ের ব্যস্ততার মধ্যেও বলি ডিভা মজেছেন অন্য কাজে। প্রফেশনাল কাজই অবশ্য। সূত্রের খবর নিজের প্রোডাকশন হাউজ বানাতে চলেছেন দীপিকা। এদিকে তার সহ যাত্রী প্রিয়াংকা ও আনুশকাও প্রযোজক হিসেবে সফল হয়েছেন। এবার সেই নামের সারিতে নিজেকে দেখতে চান দীপিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, “নিজের প্রোডাকশন হাউজ বানাতে খুবই ইন্টারেস্টেড। আমি চাই ভিন্ন ধরণের কিছু ছবি প্রডিউস করতে। আমি প্রডিউসার হিসেবে থাকব কিনা এখনও সে বিষয় ঠিক ভাবিনি।”

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ১০:৫১ পূর্বাহ্ণ