১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

দিল্লির সামনে জয়ের জন্য লক্ষ্য ১৯৫ রানের

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম দুই ম্যাচেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাও একেবারে শেষ ওভারে, দুটো হারই এক উইকেটে। দুই ম্যাচেই খুব বেশি রানও করতে পারেনি দলটি। সর্বোচ্চ স্কোর ছিল ১৬৫ রানের। তবে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরুটা দারুণ হয়েছে মোস্তাফিজুর রহমানের দলের। টপ অর্ডারের ঝড়ো ব্যাটিংয়ের কল্যাণে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রানের পাহাড়ে উঠেছে মুম্বাই। দিল্লির সামনে জয়ের জন্য লক্ষ্য ১৯৫ রানের।

চলতি ম্যাচ সহ আইপিএলে এখন পর্যন্ত খেলা হয়েছে ৯টি ম্যাচ। প্রতিটিতেই টস জয়ী দল সিদ্ধান্ত নিয়েছে ফিল্ডিং করার। এই ম্যাচেও দিল্লি অধিনায়ক গৌতম গম্ভির সেই ধারা অব্যাহত রেখেছেন।

তবে এদিন শুরুটা দারুণ করেছিল মুম্বাই। অধিনায়ক ও নিয়মিত ওপেনার রোহিত শর্মা এদিন ব্যাটিং অর্ডারে জায়গা পরিবর্তন করেন ফর্মে থাকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের সাথে। ৪ নম্বর থেকে ১ নম্বরে উন্নতির প্রতিদান তিনি দিলেন ৩২ বলে ৭ চার ও ১ ছয়ে ৫৩ রানের ইনিংস খেলে। ক্যারিবিয় ওপেনার ইভিন লুইসের সাথে তিনি উদ্বোধনী জুটিতে মাত্র ৯ ওভারেই তোলেন ১০২ রান। নবম ওভারের শেষ বলে উইকেট হারান লুইস। তিনি ২৮ বলে ৪টি করে ছক্কা ও চারে খেলেছেন ৪৮ রানের ইনিংস।

১০৯ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সূর্যকুমারের বিদায়ের পর অধিনায়ক রোহিত শর্মার সাথে ৫৫ রানের জুটি গড়েন ইশান কিষান। ২৩ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলে আউট হন কিষান। তাকে ও কাইরন পোলার্ডকে ১৬তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন দিল্লির পেস অল রাউন্ডার ড্যান ক্রিস্টিয়ান। তা না হলেও মুম্বাইয়ের দুর্দশা শুরু হয় সেখান থেকেই। সেসময় দলটির সংগ্রহ ছিল ৪ উইকেটের বিনিময়ে ১৬৬ রান। পরের ৪ ওভারে দলটি আরো ৩ উইকেট হারিয়ে তোলে মাত্র ২৮ রান। যেখানে ২০০ ছাড়ানো স্কোর খুবই সম্ভব মনে হচ্ছিল, সেখানে মুম্বাইকে ১৯৪ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। দিল্লির হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট, ড্যান ক্রিস্টিয়ান ও রাহুল তেওয়াতিয়া।

সংক্ষিপ্ত স্কোর-

মুম্বাই ইন্ডিয়ান্স : ১৯৪/৭ (২০ ওভার) (সূর্যকুমার ৫৩, লুইস ৪৮, কিষান ৪৪, রোহিত ১৮, পোলার্ড ০, ক্রুনাল ১১, হার্দিক ২, আকিলা ৪*, মারকান্দে ৪*; বোল্ট ২/৩৯, নাদিম ০/২২, শামি ১/৩৬, ক্রিস্টিয়ান ২/৩৫, তেওয়াতিয়া ২/৩৬, ম্যাক্সওয়েল ০/২১)।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ৬:৪৩ অপরাহ্ণ