২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৯

গত বছর ছিল আ’লীগের পরিচালনায় একটি অন্ধকার যুগ: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের পরিচালনায় গত বছর ছিল একটি অন্ধকার যুগের বছর বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, নতুন বছরে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিকেলে বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংকৃতিক সংস্থা (জাসাস)।

সরকার আবারও গায়ের জোরে ক্ষমতায় আসার জন্য খালেদা জিয়াকে কারাগারে রেখেছে দাবি করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আমরা গত বছরটি অতিক্রম করেছি। গত বছরটি ছিল আওয়ামী লীগের পরিচালনায় একটি অন্ধকার যুগ। এই অন্ধকার যুগের নাম হচ্ছে আওয়ামী জাহেলিয়াতের যুগ। গত বছর বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারাগারে রাখা হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা সেই অন্ধকার থেকে আলোর পথে প্রবেশ করতে চাই। আগামী বছর, বিগত বছরের যে জঞ্জাল গ্লানি সব মুছে দিতে হবে। এজন্য আগামী একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। নির্বাচনকালীন একটি নির্দলীয় সরকার থাকতে হবে, সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীকে রাখতে হবে।

বিএনপি এ নেতা বলেন, নতুন বছর হোক, এই মিথ্যার বিপরীতে সত্যের বিজয়ের বছর। নতুন বছর হোক জনগণেরই বিজয়ের বছর, নতুন বছর হোক বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার বছর।

তিনি বলেন, আমরা আজকে শপথ নিতে চাই, নতুন বছরে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে একটি নির্দলীয় সরকারের দাবিতে, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করব। আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব, গণতন্ত্রের বিজয়ের বছর, বেগম খালেদা জিয়ার বিজয়ের বছর, এ দেশের বিজয়ের বছর হিসেবে দেখতে চাই।

সভা শেষে শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাসাসের সভাপতি ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ৬:৩৯ অপরাহ্ণ