১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

লোহাগাড়ার মাদক সম্রাট বেলালসহ আটক ২

 

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মৌলভী পাড়া হতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃত মাদক বিক্রেতার নাম মাদক সম্রাট মোহাম্মদ বেলাল(২৯)।সে উল্লেখিত এলাকার  মোবারক আলীর পুত্র এবং মোহাম্মদ মিজান(২৪)।সে পশ্চিম পদুয়া চুনতি পাড়ার সোনা মিয়ার পুত্র। সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ১৪এপ্রিল ভোর সাড়ে ৫টায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ও এসআই মোহাম্মদ শেখাব উদ্দিন সেলিমের নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৩শ পিচ ইয়াবা ট্যাবলেট,  মাদক সম্রাট মোহাম্মদ বেলাল ২জনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।
লোহাগাড়া থানার ওসি মোঃ সাইফুল ইসলাম উক্ত প্রতিবেদককে বলেছেন, বেলাল ও মিজান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।মাদক সম্রাট বেলালের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে।মাদক বিক্রেতা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও তিনি জানান।আটককৃত মাদক সম্রাট বেলালসহ  ২জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানার এসআই মোহাম্মদ শেখাব উদ্দিন সেলিম জানিয়েছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ৫:৫৪ অপরাহ্ণ