৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৪

লালপুরে পহেলা বৈশাখ পালিত

লালপুর (নাটোর) প্রতিনিধি :

সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার বাংলা নতুন বছর ১৪২৫ এর পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
লালপুর উপজেলা প্রশাসন, আড়বাব ইউনিয়ন পরিষদ, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, মাজার শরীফ বিএম মহিলা কলেজ, গোপালপুর উচ্চ বিদ্যালয়, লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়, দাঁইড়পাড়া উচ্চ বিদ্যালয়, বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়, বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়, কচুয়া উচ্চ বিদ্যালয়, বরমহাটি উচ্চ বিদ্যালয়, বাহাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিলমাড়িয়া মডেল একাডেমী, পদ্মা কিন্ডার গার্টেন, বখতিয়ার খলজী স্কুল এন্ড মাদ্রাসা, ইকরা কম্পিউটার একাডেমী, প্রথম আলো লালপুর বন্ধুসভা ও আভা ডেভলপমেন্ট সোসাইটি সহ বিভিন্ন সেবামূলক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বর্নাঢ্য শোভাযাত্রাটি উপজেলা চত্ব্রর থেকে শুরু হয়ে গোপালপুর বাজার, রেলগেট সহ গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিন করে।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সহকারী কমিশনার (ভূমি) মুহাঃ আবু তাহির, লালপুর থানার ওসি আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমূখ।
শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ৬:১০ অপরাহ্ণ