আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মিজোরাম রাজ্যে ১১৪ জন জঙ্গি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। তারা প্রত্যেকেই মার পিপলস কনভেনশন ডেমোক্রেটিকের (এইপিসি-ডি) সদস্য।
মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থানহাওলার কাছে গতকাল শুক্রবার অস্ত্র জমা দেয় এই জঙ্গিরা।
মার জঙ্গিদের নেতৃত্বে ছিলেন তাদের স্বঘোষিত সর্বাধিনায়ক জোসাংবেরা। তারা ৯টি একে সিরিজের রাইফেলসহ ৪৪টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে গোলাবারুদ জমা দেয়।
রাজধানী আইজল থেকে ৩৯ কিমি দূরে সেসাওয়াংয়ে জঙ্গিদের আত্মসমর্পণের জন্য আয়োজন করা হয় ‘ঘরে ফেরা’ কর্মসূচি। এর আগে সোমবার রাজ্য সরকারের সঙ্গে আত্মসমর্পণের জন্য জঙ্গিরা চুক্তিবদ্ধ হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গিদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
জঙ্গিরা আত্মসমর্পণের পর মুখ্যমন্ত্রী জানান, এখন তারা সবাই নিজেদের পরিবারের সঙ্গে বাস করতে পারবে। রাজ্যবাসীও নিশ্চিন্তে শান্তি উপভোগ করতে পারবে।
মুখ্যমন্ত্রী লাল থানহাওলা বলেন, ‘এই আত্মসমর্পণের মধ্য দিয়ে মিজোরামে আর কোনো সন্ত্রাসবাদী সংগঠনের অস্তিত্ব বাকি নেই।’ মিজোরামই ভারতের একমাত্র রাজ্য যেটি শান্তি বোনাস হিসাবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এক সময়ে ১৮২ কোটি ৪৫ লক্ষ রুপি লাভ করেছিল।
একই সঙ্গে লাল থানহাওলা রাজ্যবাসীকে শান্তির সুযোগ নিয়ে উন্নয়নে মন দিতে বলেন। তিনি হুঁশিয়ারি দেন, ‘কেউ ফের অস্ত্র তুলে নিলে রাজ্য সরকার কড়া হাতে তার মোকাবিলা করবে। কোনো মতেই অশান্তি বরদাশত করা হবে না।
দৈনিক দেশজনতা/ টি এইচ