চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতী নদীতে স্রোতে ভেসে আসা এক নারীর খণ্ডিত ধড় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি এলাকা থেকে ধড়টি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শুক্রবার রাতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। লাশের মাথা ও কোমরের নিচের অংশ নেই।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের গণমাধ্যমকে বলেন, ‘লাশটি নদীর স্রোতে এখানে ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে ওই নারীকে মেরে টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশের গলা থেকে কোমর পর্যন্ত অংশ পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য লাশটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

