চট্টগ্রাম প্রতিনিধি :
রাজধানী ঢাকাতে প্রায় এক বছর আগেই চালু করা হয়েছে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার। এবার চট্টগ্রাম শহরে তাদের উবার এক্স, উবার হায়ার এবং উবার মটো সার্ভিস নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
গত বৃহস্পতিবার চট্টগ্রামে উবার যাত্রা শুরু করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান উবারের রিজিওনাল জেনারেল ম্যানেজার প্রোভজৎ সিং।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রোভজৎ সিং বলেন, “ঢাকায় যাত্রা শুরু করার পর থেকেই যাত্রী এবং চালকরা আমাদের সাদরে গ্রহণ করে নিয়েছেন।
“চট্টগ্রামবাসীর যাতায়াত স্বাচ্ছন্দ্যপূর্ণ করা এবং চালকদের উপার্জনের সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ উবারের অন্যতম দ্রুত বর্ধনশীল মার্কেটগুলোর মধ্যে একটি।”
উল্রেখ্য, এক বছরের কিছু আগে ঢাকায় যাত্রা শুরু করার মাধ্যমে উবার বাংলাদেশে পদার্পণ করে।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

