স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লীগ থেকে বাদ পড়ার হতাশা পেছনে ফেলে অাজ মাঠে নামছে বার্সেলোনা। কাতালানদের সামনে লা লিগার ইতিহাসে রেকর্ড টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার হাতছানি! ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার তৃতীয় স্থানধারী ভ্যালেন্সিয়া।
ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় আজ রাত সোয়া ৮টায় খেলা শুরু হবে। চলতি লা লিগায় প্রথম সাক্ষাতে নিজ মাঠে উড়ন্ত ফর্মের বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দিয়েছিল ভ্যালেন্সিয়া। আর লা লিগায় ভ্যালেন্সিয়া অপরাজিত রয়েছে টানা ৯ ম্যাচে। আসরে নিজেদের শেষ ম্যাচে লেগানেসকে হারিয়ে রিয়াল সোসিয়েদাদের ৩৮ বছরের পুরনো কীর্তি স্পর্শ করে বার্সা।
১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ লীগ মৌসুম মিলিয়ে একটানা ৩৮ ম্যাচ অপরাজিত ছিল সোসিয়েদাদ।
চ্যাম্পিয়ন্স লীগের দুঃস্মৃতি ভুলতে জয় ভিন্ন কিছুই ভাবছে না আর্নেস্তো ভালভার্ডের শিষ্যরা। রোমার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-১ গোলে জিতেও অবিশ্বাস্যভাবে বিদায় নেয় মেসিদের বার্সা। ইতালিতে গিয়ে ৩-০ ব্যবধানে হারের লজ্জায় ডোবে তারা। দুই লেগ মিলিয়ে ৪-৪ স্কোরলাইন হলেও অ্যাওয়ে গোলের সুবাদে সেমিতে উঠে ইতিহাস গড়ে রোমা।
চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিয়ে বার্সার ট্রেবল জয়ের স্বপ্ন শেষ। লক্ষ্য এবার ঘরোয়া ‘ডাবল’ লা লিগা ও কোপা দেল’রের ফাইনাল (সেভিয়ার বিপক্ষে) জয়।তবে বার্সাকে ভাবাচ্ছে মধ্যমাঠের খেলোয়াড়দের ইনজুরি। মিডফিল্ডার সার্জিও বুসকেটসের ফিটনেস নিয়ে উদ্বেগ রয়েছে। রোমার মাঠে আঙুলে চিড় ধরে অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা ইভান রাকিটিচের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
লীগ মৌসুম শেষ হতে আর ৭টি করে ম্যাচ বাকি। শিরোপা পুনরুদ্ধারে চালকের আসনে শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৩১ ম্যাচে ২৪ জয় ও ৭ ড্রয়ে ৭৯ পয়েন্ট। নিটকতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের (৬৮) সঙ্গে ব্যবধান ১১ পয়েন্টের। ভ্যালেন্সিয়ার পুঁজি ৬৫। ১ পয়েন্ট পিছিয়ে চার নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
দৈনিক দেশজনতা/ টি এইচ