১৯শে জানুয়ারি, ২০২৬ ইং | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:০২

বর্ষবরণ অনুষ্ঠানে সাপুড়ের টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

বর্ষবরণ অনুষ্ঠানে সাপুড়েদের টাকা ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- সোহেল রানা এবং রাসেল আহমেদ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই ঘটনা ঘটে।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সাপের খেলা দেখাচ্ছিলেন একদল সাপুড়ে। এ সময় দুই যুবক তাদের টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধরে ফেলে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ১:৫১ অপরাহ্ণ