১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক:

নতুনদেরকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ আগামীতেও ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাজধানীতে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনীতে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ যৌথভাবে এ শোভাযাত্রার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, বাংলা নববর্ষ অশুভ, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বাঙালির শক্তি ও প্রেরণার উৎস। নববর্ষের প্রেরণা ও শক্তি নিয়ে অশুভ, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, তরুণরা আজ জেগে উঠেছে, শুভ শক্তি আজ জেগে উঠেছে। এই তরুণদেরকে সঙ্গে নিয়ে অশুভ শক্তিকে পরাজিত করে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

বাহাদুরশাহ পার্কে এ শোভাযাত্রা উদ্বোধনের সময় ওবায়দুল কাদের বলেন, বাঙালির বীরত্বের ঐতিয্য আছে, ইতিহাস আছে। একটি বিশ্বাস ঘাতক চক্র বাঙালির সেই ইতিহাস ঐতিহ্যকে আঘাত করতে এখনও সক্রিয়। এখনও বিভিন্ন ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র যেন আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পহেলা বৈশাখ বাঙালির নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রেরণার যোগানোর দিন।

নতুন বছরে নতুন কোনো ষড়যন্ত্র যেন বাঙালির অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ১:৪৮ অপরাহ্ণ