১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

মেয়েকে নিয়ে উচ্ছ্বসিত চাংকি

বিনোদন ডেস্ক :

অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হতে চলেছে। সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন নির্মাতা করন জোহর। সিনেমাটিতে আরো অভিনয় করছেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া।

এদিকে মেয়ের বলিউড অভিষেক নিয়ে বেশ উচ্ছ্বসিত চাংকি পান্ডে। এ অভিনেতা জানান, সিনেমাটিতে অভিনয়ের জন্য আমেরিকায় বৃত্তি নিয়ে পড়তে চাওয়া পিছিয়ে দিয়েছেন অনন্যা।

চাংকি পান্ডে বলেন, ‘আমি তাকে (অনন্যা পান্ডে) বলি, কাউকে অনুকরণের প্রয়োজন নেই। তোমাকে নিজের গল্প নিজেই লিখতে হবে। এর জন্য সে অনেকটাই প্রস্তুত। বাস্তব জীবনে সে খুবই ভালো ছাত্রী। সে আমেরিকাতে বৃত্তিও পেয়েছে কিন্তু এই সিনেমায় সুযোগ পাওয়াতে আমরা ভর্তি এক বছর পিছিয়ে দিয়েছি। সুতরাং আমরা আশা করছি বাস্তব জীবনের ভালো ছাত্রী পর্দাতেও ভালো করবে।’

মেয়ের প্রথম পোস্টার দেখার অনুভূতি জানিয়ে চাংকি পান্ডে বলেন, ‘আমার মনে হচ্ছিল, আমি ছাদে দাঁড়িয়ে চিৎকার করি। আমি খুবই উচ্ছ্বসিত। যখন আমি প্রথম সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম, আমার বাড়িতেও বলিনি। যদিও সিনেমা শুরুর দুই দিন আগে আমার বাবা-মা জেনে গিয়েছিলেন। কিন্তু তার বিষয়টি ভিন্ন। তার প্রথম সিনেমা ঘোষণা দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তার পোস্টার দেখে আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি এখন একটু বেশিই আবেগাপ্লুত। এর চেয়ে ভালো অভিষেক আর হয় না। সে এটির জন্য অডিশন দিয়েছিল এবং যখন তাকে চূড়ান্ত করা হয় তার উচ্ছ্বাস অন্যরকম পর্যায়ে পৌঁছে যায়।’ স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমাটি প্রযোজনা করছে করনের ধর্মা প্রোডাকশন। এটি পরিচালনা করছেন পুনিত মালহোত্রা। আগামী ২৩ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ১১:৫৬ পূর্বাহ্ণ