১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

রিয়াল মাদ্রিদে যাবেন না নেইমার

স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনায় ভালোই ছিলেন নেইমার। হঠাৎ করেই বিশ্বসেরা এ ক্লাবটি ছেড়ে রেকর্ড ট্রান্সফারে পাড়ি জমালেন পিএসজি’তে। নতুন ক্লাবে থিতু হতে না হতেই গুঞ্জন, আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নাকি নেইমারকে দলে নিতে উঠেপড়ে লেগেছে। এবং দিনে দিনে সেই গুঞ্জন ডালপালাও কম ছড়ায়নি। তবে ইনজুরির কারণে নেইমার মাঠের বাইরে থাকায় আলোচনার আগুন কিছুটা কমে আসছিল। সম্প্রতি সেই আগুনে নতুন করে ঘি ঢাললেন ‘সুপার এজেন্ট’ নামে খ্যাত পিনি জাহাভি। তার কথায়, লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর ছায়া হয়ে থাকতে চান না নেইমার। তাই নেইমারের রিয়াল মাদ্রিদের যাওয়ার সম্ভাবনা নেই।

৭৪ বছর বয়সী জাহাভিই নেইমারকে রেকর্ড পরিমাণ ট্রান্সফারে পিএসজি’তে পাড়ি জমাতে ভূমিকা রেখেছিলেন। নিজেকে স্বতন্ত্রভাবে মেলে ধরতে নেইমার ‘স্বাধীনভাবে’ খেলতে চান বলে জানিয়েছেন ইসরায়েলের এ নাগরিক। তার কথায়, ‘যা করা উচিৎ নেইমার তা করেছে। বিশ্বে তিন জনই সুপারস্টার আছে- মেসি, রোনালদো ও নেইমার। তারা কখনোই এক সাথে একই ক্লাবে খেলতে পারে না।’

স্বঘোষিত এই ‘সুপার এজেন্ট’ আরো বলেছেন, ‘বার্সায় নেইমার সবসময় ২ নম্বরই ছিল। সে ফ্রি কিকে দুই নম্বর ছিল, পেনাল্টি শ্যুটে দুই নম্বর ছিল; সব কিছুতেই দুই নম্বর ছিল। সে তরুণ বয়সে স্পেনে এসেছিল। সে বড় হয়েছে। এখন তার বয়স ২৬ বছর। ৮ থেকে ৯ বছর লেগেছে শীর্ষ পর্যায়ে উঠে আসতে। তার এখন স্বাধীনতা প্রয়োজন।’

অনেক বড় পরিকল্পনা নিয়ে ফ্রান্সের ক্লাব পিএসজি নেইমারকে দলে ভিড়িয়েছে জানিয়ে জাহাভি আরো বলেছেন, ‘নেইমার পিএসজি’তে যোগ দেয়ার আগে শুধুমাত্র ফ্রান্সের মানুষই লিগ ওয়ান দেখতো। নেইমার আসায় সে অবস্থার পরিবর্তন ঘটেছে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ১০:৩৫ পূর্বাহ্ণ