১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

কলকাতার বিপক্ষে রাতে মাঠে নামছেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ রাতে শারুখের কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। ইডেন গার্ডেনসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

আইপিএলে অভিষেকের পর থেকে দীর্ঘ সাত বছর ধরে কলকাতার জার্সিতে খেলেছেন সাকিব। কিন্তু এবার আর কলকাতা দলে রাখেনি এই তারকাকে। এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের দলে নিয়েছে তাকে। পুরো আইপিএলে ক্যারিয়ারে যাদের সাথে ছিল তাদের ছেড়ে এবার নতুন দলের সাথে শুরু সাকিবের পথচলা শুরু।

ইতিমধ্যে হায়দ্রাবাদের জার্সিতে দুইটি ম্যাচ খেলেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। দুটি ম্যাচেই দলের জয়ে অবদান রেখেছেন সাকিব। দুই ম্যাচের দুটোই জিতে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই কলকাতার বিপক্ষে মাঠে নামছে সাকিবের হায়দরাবাদ। অন্যদিকে এক জয় আর এক পরাজয়ে কলকাতার অবস্থান টেবিলের তিনে।

তাই শীর্ষস্থান ধরে রাখাই লক্ষ্যেই আজ খেলবে সাকিবের হায়দ্রাবাদ। অপরদিকে গত ম্যাচের জয়ের ধারা টিকিয়ে রাখতে কলকাতাও মরিয়া। সবকিছু মিলিয়ে আজ রাতে জমজমাট একটি লড়াই দেখতে যাচ্ছে ক্রিকেট ভক্তরা।

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ১০:৩৪ পূর্বাহ্ণ