১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৫

আইপিএল-এ যোগ দিলেন ইশ সোধি

স্পোর্টস ডেস্ক:

জানুয়ারিতে আইপিএল-এর নিলামে দল পাননি নিউজিল্যান্ডের লেগস্পিনার ইশ সোধি। তবে টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহের মধ্যেই কপাল খুললো ২৫ বছর বয়সী এ ক্রিকেটারের। আফগান রিস্টস্পিনার জহির খান ইনজুরি পড়ায়, তার বদলে সোধিকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ৪ নম্বর এ বোলারকে ৭৭ হাজার ডলারে কিনেছে রাজস্থান।

নিলামে ১৬ বছর বয়সী আফগান ক্রিকেটার জহির খানের ভিত্তিমূল্য ছিল ২০ লক্ষ ভারতীয় রুপি। তবে এর চেয়ে বেশি দামে তাকে কিনেছিল রাজস্থান। মূলত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর থেকেই জহির খানের ওপর চোখ পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর। জহির খান ছাড়াও আফগানিস্তানের মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও রশিদ খান খেলছেন আইপিএল-এর এবারের আসরে।

টি-টুয়েন্টিতে ৯২ ম্যাচে ১০২ উইকেট নেয়া সোধি আছেন দুর্দান্ত ফর্মে। ২০১৭ সালে বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ১১ রানে নেন ৬ উইকেট নিয়েছেন তিনি। কয়েকদিন আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সোধির ব্যাটিংয়ের ওপর ভর করে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট ড্র করে কিউইরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১২:২০ অপরাহ্ণ