১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

রাজধানীতে বাসচাপায় থেঁতলে গেল নারীর পা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ফার্মগেটে বাসচাপায় এক নারীর ডান পা থেঁতলে গেছে। তাৎক্ষণিকভাবে আহত নারীর পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার সকাল ৯টার দিকে আনন্দ সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিউ ভিশন নামে বাস ও বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জনতা।

কয়েক দিন আগে একই রুটে কারওয়ানবাজার এলাকায় দুই বাসের প্রবল চাপে এক হাত হারান কলেজছাত্র রাজীব হোসেন। তার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ সিনেমা হলের সামনে সকাল ৯টার দিকে এক নারী সড়ক থেকে উঁচু বিভাজকের ওপর উঠতে যাচ্ছিলেন। এ সময় নিউ ভিশন পরিবহনের একটি বাস সড়ক বিভাজক ঘেঁষে এগিয়ে আসে। বিভাজক ও বাসের মাঝে ওই নারীর ডান পা চাপা খায়। এতে তার ডান পায়ের হাঁটু ও নিচের অংশ থেঁতলে যায়। পরে বাসচালককে আটক করে পুলিশের কাছে তুলে দেয়া হয়। আর আহত নারীকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

 
প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১২:১৪ অপরাহ্ণ