১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৩

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা টম বোজার্ট পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে টম বজার্টের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে পদত্যাগের কারণ এতে উল্লেখ করা হয়নি।

জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত জন বল্টন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র একদিন পরই পদত্যাগ করলেন বোজার্ট। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, দেশের নিরাপত্তায় টম যে ভূমিকা রেখেছে তার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কৃতজ্ঞ। দেশকে সন্ত্রাসী হুমকি থেকে রক্ষা, সাইবার প্রতিরক্ষা বাড়ানো ও নানা প্রাকৃতিক দুর্যোগের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১২:০৫ অপরাহ্ণ