১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

সাকিব স্ত্রী-কন্যাকে জার্সি উপহার হায়দরাবাদের

স্পোর্টস ডেস্ক:

আইপিএলে সাকিব আল হাসানের নতুন অধ্যায়টা শুরু হয়েছে দুর্দান্তভাবে। কলকাতা নাইট রাইডার্সে সাত বছর কাটানোর পর এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন তিনি। দলটির হয়ে প্রথম ম্যাচেই দ্যুতি ছড়িয়েছেন বাঁহাতি এ স্পিনার। আঁটসাঁট বোলিংয়ে ২ উইকেট নিয়ে রাজস্থান রয়্যালসকে ১২৫ রানে বেঁধে রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন এ আইকনিক অলরাউন্ডার। পরে ধাওয়ানের ব্যাটে চড়ে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।

সপরিবারে ভারতে আছেন সাকিব। সময়টা মন্দ কাটছে না স্ত্রী-কন্যারও। সাকিব সহধর্মিণী উম্মে আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢুঁ মারতেই বোঝা গেল। সোশ্যালমাধ্যমটিতে একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, তাকে ও কন্যা আলায়নাকে নতুন সংস্করণের জার্সি উপহার দিয়েছে হায়দরাবাদ। হাত ঘুরিয়ে ছড়ি ঘোরালেও রাজস্থানের বিপক্ষে ব্যাট হাতে চাবুক মারতে দেখা যায়নি সাকিবকে। কারণ ব্যাটিংয়ে নামতেই হয়নি তাকে। এ জন্য বিশ্বসেরা অলরাউন্ডার-ভক্তদের একটু অপেক্ষা করতেই হচ্ছে।

আগামী বৃহস্পতিবার দেশি ভাই মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে নামবে হায়দরাবাদ। সেই ম্যাচে ফিজ-সাকিবের লড়াই দেখার অপেক্ষায় কোটি ক্রিকেটপ্রেমী।

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ২:১৭ অপরাহ্ণ